শ্রীকৃষ্ণ ঈশ্বর হিসেবে বিখ্যাত হয়েছেন শিবভক্তির কারণে
রুদ্রভক্ত্যা তু কৃষ্ণেন জগদ্ব্যাপ্তং মহাত্মনা।
তং প্রসাদ্য তদা দেবং বদর্য্যাং কিল ভারত ॥ ১০॥ অর্থাৎ প্রিয়তরত্বঞ্চ সর্বলোকেষু বৈ তদা ।
প্রাপ্তবানেব রাজেন্দ্র সুবর্ণাক্ষাত্মহেশ্বরাং ॥ ১১ ॥
[রেফারেন্স-মহাভারত/অনুশাসনপর্ব/অধ্যায় নং ১৩ ]
সরলার্থ - মহাত্মা কৃষ্ণ তখন বদরিকাশ্রমে আপন ভক্তির গুণে সেই রুদ্রদেবকে প্রসন্ন করে জগৎ ব্যাপ্ত হতে পেরেছিলেন ॥১০ এই কৃষ্ণ অগ্নিনেত্র মহাদেবের অনুগ্রহেই তখন সেই সময় থেকে জগতে মহাদেবের চেয়েও প্রিয়তর হয়ে উঠেছেন ॥১১
সিদ্ধান্ত - শিবের কৃপায় শিবভক্ত জগতে পূজিত হয়, যার প্রমাণ স্বয়ং পরমশৈব শ্রীকৃষ্ণের জীবনগাথা থেকে প্রমাণিত হয়েছে।
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT


হর হর মহাদেব
উত্তরমুছুন